| |
               

মূল পাতা সারাদেশ জেলা ইসলামপুরে উপকারভোগীদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়


ইসলামপুরে উপকারভোগীদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়


ওসমান হারুনী     07 November, 2023     01:26 PM    


জামালপুরের ইসলামপুরে সরকারে সামাজিক নিরাপত্তা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

আজ (৭ নভেম্বর) মঙ্গলবার সকালে মরাকান্দি নছিমনন্নেছা দাখিল মাদরাসা মাঠে উপজেলার প্রশাসন ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক মাহবুবুল আলম তরফদার ও সমাজ সেবা অফিসার রুহুল আমীন প্রমুখ। সভায় উপজেলা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, বিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী, ও অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী উপকার ভোগী কার্ডধারীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার মা ও শিশু সহায়তা ভাতা দিয়ে দেশের প্রতিটি ঘরের সন্তানদের লালন পালন করছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবাও মানুষের দূড়গোড়ায় পৌঁছে দিয়েছে। খেলাধুলা মান উন্নয়ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করছে। এছাড়াও ইসলামপুর বাসীর ব্যাকার সমস্যা দূর করতে টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলা হচ্ছে। মাতৃসদন তৈরি কাজ চলমান, আমাদের মাদের আর জামালপুর যেতে হবে না। এছাড়াও রাস্তা ঘাট,স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর